STAY WITH US

কিভাবে যাবেন মালনীছড়া চা বাগান

কিভাবে যাবেন মালনীছড়া চা বাগান

কিভাবে যাবেন মালনীছড়া চা বাগান, ঢাকা থেকে  মালনীছড়া চা বাগান, চট্টগ্রাম থেকে  মালনীছড়া চা বাগান,  মালনীছড়া চা বাগান গিয়ে কোথায় থাকবেন, মালনীছড়ার আশেপাশের দর্শনীয় স্থান
কিভাবে যাবেন মালনীছড়া চা বাগান

মালনীছড়া চা বাগান (Malnicherra Tea Garden) সিলেট জেলায় অবস্থিত উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। ১৮৪৯ সালে লর্ড হার্ডসনের হাত ধরে ১৫০০ একর জায়গার উপর এই বাগানটির যাত্রা শুরু হয়। বর্তমানে চা বাগানটি বেসরকারী তত্ত্বাবধানে পরিচালিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসাবে সুপরিচিতি পেয়েছে।

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মালনীছড়া চা বাগান। যেহেতু বর্তমানে চা বাগানটি বেসরকারী তত্ত্বাবধানে পরিচালিত হয় তাই বাগানে প্রবেশের পূর্বে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে কতৃপক্ষের অনুমতি নিয়ে নেয়া ভাল।

কিভাবে যাবেন মালনীছড়া চা বাগান

সিলেট শহরের যেকোন প্রান্ত থেকে সহজেই রিকশা, অটোরিক্সা কিংবা সিএনজি ভাড়া করে মালনীছড়া চা বাগানে যেতে পারবেন। আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজিতে চড়ে যেতে ১০ মিনিট এবং রিকশায় ২৫ মিনিট সময় লাগে।

ঢাকা থেকে  মালনীছড়া চা বাগান

ঢাকার গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছেড়ে যায়৷ ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে, এগুলোর ভাড়া সাধারণত ৮০০ থেকে ১১০০ টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের নন এসি বাস জনপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা ভাড়ায় পাবেন।

ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে।

ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও সাচ্ছন্দে সিলেট যেতে চাইলে আকাশ পথে গমন করতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভোএয়ার এবং ইউএস বাংলার বিমান নিয়মিতভাবে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

চট্টগ্রাম থেকে  মালনীছড়া চা বাগান


চট্টগ্রাম থেকে বাস, ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে।

মালনীছড়া চা বাগান গিয়ে কোথায় খাবেন
মালনীছড়া চা বাগান এলাকায় খাবারের তেমন কোন ব্যবস্থা নেই। তবে জিন্দাবাজার এলাকায় বেশকিছু জনপ্রিয় রেস্তোরা রয়েছে। যার মধ্যে পানশী, পাঁচভাই, ভোজনবাড়ি, প্রীতিরাজ, স্পাইসি এবং রয়েলশেফ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। এছাড়া সিলেটে তুমুল জনপ্রিয় সাতকরা (হাতকরা) এবং আথনী পোলাও খেয়ে দেখতে পারেন।

মালনীছড়া চা বাগান গিয়ে কোথায় থাকবেন


মালনীছড়া চা বাগান এলাকায় কোনো আবাসিক হোটেল নেই। ভালো মানের হোটেলে থাকতে চলে যেতে পারেন হযরত শাহজালাল (রঃ) এর দরগা এলাকায়। এখানে ৩০০ থেকে ৩০০০ টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন-এসি রুম পাবেন।
সিলেটের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে- হোটেল রোজভিউ ইন্টারন্যাশনাল (০৮২১-৭২১৮৩৫, ২৮৩১-২১৫০৮-১৪, ২৮৩১৫১৬-২১), নাজিমগড় রিসোর্ট (০৮২১-২৮৭০৩৩৮-৯), হোটেল ফরচুন গার্ডেন (০৮২১-৭১৫৫৯০, ৭২২৪৯৯), হোটেল ডালাস (০৮২১-৭২০৯৪৫, ৭২০৯২৯), হোটেল সুপ্রিম (০৮২১-৮১৩১৬৯, ৭২০৭৫১, ৮১৩১৭২, ৮১৩১৭৩, ০১৭১১-১৯৭০১২, ০১৬৭৪-০৭৪১৫৭), হোটেল হিলটাউন (০৮২১-৭১৮২৬৩, ০১৭১১-৩৩২৩৭১, ৭১৬০৭৭)।

মালনীছড়ার আশেপাশের দর্শনীয় স্থান


সিলেট শহর ও সিলেটের আশেপাশের আরো যেসকল দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য পর্যটন স্থান হলো- হযরত শাহজালালের মাজার, হযরত শাহপরাণের মাজার, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লোভাছড়া, লালাখাল, পান্থুমাই ঝর্ণা, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, আলী আমজাদের ঘড়ি, হাকালুকি হাওর, ভোলাগঞ্জ, ড্রিমল্যান্ড পার্ক, জাকারিয়া সিটি ইত্যাদি।

আরও পড়ুনচা বাগানশিমুল বাগানপৃথিবীর বিখ্যাত ফুলের বাগান


Post a Comment

0 Comments