STAY WITH US

জিম্যাট (GMAT) জিম্যাট পরীক্ষার পদ্ধতি


জিম্যাট (GMAT)
Graduate Management Admission Test সংক্ষেপে (GMAT)বিশ্বের নামী-দামি বিশ্ববিদ্যালয় গুলোতে ব্যবসায় প্রশাসন ও ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট করতে গেলে বিশেষ করে এম.বি.এ তে ভর্তির জন্য সর্বজনীন গৃহীত একটি প্রোগ্রাম জিম্যাট

জিম্যাট  পরীক্ষার পদ্ধতি
জিম্যাট পরীক্ষা পদ্ধতি চার ভাগে বিভক্ত। পরীক্ষার সময় মোট চার ঘণ্টা, তবে মাঝে এক ঘণ্টা বিরতি থাকে।


Department
Time
Number Of Question
Analytical Writing Assessment
30
1
Integrated Reasoning
30
12
Quantitative
75
37
Veritable
75
41

জিম্যাট এনালিটিকাল রাইটিং এসেসমেন্টঃ
এই বিভাগে পরীক্ষার্থীর যুক্তি বিশ্লেষণ ক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষার্থীকে যুক্তি বিশ্লেষণ করে একটি সমালোচনামূলক প্রবন্ধ লিখতে হয়। এই প্রবন্ধকে ২ টি স্বাধীন রেটিং দেয়া হয়। একটি কম্পিউটারাইজড রেটিং অন্যটি ম্যানুয়াল রেটিং। দুই রেটিং এর এভারেজ নিয়ে পরীক্ষার্থীর এনালিটিকাল রাইটিং এসেসমেন্টের নম্বর নির্ধারিত হয়। যদি দুই রেটিং-এর মান এ ১ পয়েন্টের পার্থক্য হয় সেক্ষেত্রে কোন দক্ষ পরীক্ষক দ্বারা পুনরায় উত্তর পরীক্ষা করিয়ে পার্থক্য দূর করা হয়। এনালিটিকাল রাইটিং এসেসমেন্টে ১-৬ পয়েন্টের স্কেলে গ্রেড প্রদান করা হয়।
জিম্যাট ইন্টিগ্রেটেড রিজনিং
এই বিভাগে পরীক্ষার্থীর তথ্য মূল্যায়নের সক্ষমতা যাচাই করা হয়। এখানে ৪ টি ফরম্যাটে মোট ১২ টি প্রশ্ন থাকে।
·         গ্রাফিকাল ইন্টারপ্রিটেসন
·         টু পার্ট এনালাইসিস
·         টেবিল এনালাইসিস
·         মাল্টিসোর্স এনালাইসিস
ইন্টিগ্রেটেড রিজনিং এ ১-৮ পয়েন্টের স্কেলে গ্রেড প্রদান করা হয়।
জিম্যাট কোয়ানটিটেটিভ সেকশনঃ
কোয়ানটিটেটিভ সেকশন এ পরীক্ষার্থীর পরিমাণগত যৌক্তিকতার জ্ঞান যাচাই করা হয়। এজন্য পরীক্ষার্থীর বীজগণিত, পাটিগণিত, জ্যামিতির উপর ভাল দক্ষতা থাকা চাই। এখানে দুই ধরনের প্রশ্ন দেয়া হয়। 
·         প্রবলেম সলভিং অ্যাবিলিটি
·         ডেটা সাফিসিয়েন্সি
প্রবলেম সলভিং অ্যাবিলিটি প্রশ্নতে পরীক্ষার্থীর গাণিতিক জ্ঞান যাচাই করা হয়। ডেটা সাফিসিয়েন্সি প্রশ্নে তথ্যের প্রাসঙ্গিকতার সাথে সাথে কোন সমস্যার সমাধানে তথ্য পর্যাপ্ত কিনা তা দেখা হয়।
জিম্যাট ভারবাল সেকশনঃ
এ অংশে পরীক্ষার্থীর কোন লিখিত প্রবন্ধ বোঝার ক্ষমতা এবং কোন ভুল প্রবন্ধ সঠিকভাবে লেখার সক্ষমতা যাচাই করা হয়। প্রশ্নের ধরন-
·         রিডিং কম্প্রিহেনশান
·         ক্রিটিকাল রিজনিং
·         সেন্টেন্স কারেকশান
রিডিং কম্প্রিহেনশান প্রশ্ন যে কোন বিষয়ে এবং এক অনুচ্ছেদ থেকে কয়েক অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে। এখানে যুক্তি দাড় করানো, যুক্তি প্রণয়ন ও পরিকল্পনা মূল্যায়ন দক্ষতা দেখা হয়। 

বাংলাদেশে জিম্যাটের পরীক্ষা কেন্দ্র
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অফ বাংলাদেশ
হাউস# ৮৩/বি রোড#
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
জিম্যাট পরীক্ষার সময়ঃ
সোমবার- শুক্রবার, সপ্তাহে ৫ দিনে এবং প্রতিদিন দুইটি সেশনে পরীক্ষা নেয়া হয়।
বিবাদ্রঃ বছরে সর্বোচ্চ ৫ বার পরীক্ষা দেয়া যায় তবে ৩১ দিনের মধ্যে ১ বারের বেশি পরীক্ষা দেয়া যায় না। 
জিম্যাট রেজিস্ট্রেশন ও পেমেন্ট সিস্টেমঃ
রেজিস্ট্রেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। এছাড়া অ্যামেরিকান সেন্টার থেকেও সংগ্রহ করা যাবে।
ঠিকানা-
অ্যামেরিকান সেন্টার
অ্যামেরিকান দূতাবাস
হাউস#১১, রোড#২৭ বনানী, ঢাকা-১২১৩
ফোন -(৮৮০)(২) ৮৮৩৭১৫০-৪
ফ্যাক্স- (৮৮)(২) ৯৮৮১৬৭৭
ই-মেইল – dhakapa@state.gov 
জিম্যাট পরীক্ষার বিভিন্ন খরচসমূহ

টেস্ট
$২৫০
রি-শিডিউলিং ফী
$৫০
ক্যান্সেলেশন ফী
$৮০
স্কোর রিপোর্ট ফী
$২৮

রি-শিডিউলিং এর ক্ষেত্রে পরীক্ষার ৭ দিন আগে জানাতে হবে। ক্যান্সেলেশন রিফান্ড পেতে হলে পরীক্ষার ৭ দিন আগে ক্যান্সেল করতে হবে। ৭ দিন পার হলে কোন  রিফান্ড পাওয়া যাবে না। ফোন কল করে ক্যান্সেল করলে ১০ দলার অতিরিক্ত চার্জ করা হবে।

পেমেন্টের ধরনঃ
·         ক্রেডিট কার্ড ( visa, Master card, American Express, JCB)
·         ডেবিট কার্ড (visa, Master card)
মেইল ফর্মঃ
·         ক্যাশিয়ার চেক
·         মানি অর্ডার
·         পার্সোনাল চেক
জিম্যাট এর বৈশিষ্ট্যঃ
·         এটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা।
·         জিম্যাট পরীক্ষা হয় computer Adaptive Test বা CAT পদ্ধতিতে। এ পদ্ধতিতে একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরের ভিত্তিতে পরবর্তী প্রশ্নের ধরন নির্ভর করে। যেমন কোন পরীক্ষার্থী যদি কোন প্রশ্নের ভুল উত্তর দেয় তাহলে পরবর্তী প্রশ্নটি সহজ হবে। আবার প্রশ্নের উত্তর সহজ হলে পরবর্তী প্রশ্ন কঠিন হবে।
·         জিম্যাট পরীক্ষার মোট নম্বর হচ্ছে ২০০-৮০০ এর মধ্যে এবং কোয়ানটিটেটিভ ও ভারবাল বিভাগের নম্বর এক সাথে বিবেচনা করা হয়। এনালিটিকাল রাইটিং এসেসমেন্টের ও ইন্টিগ্রেটেড রিজনিং বিভাগের নম্বর মোট নম্বরেরে সাথে বিবেচনা করা হয় না। এ দুই বিভাগ ভিন্ন ভাবে বিবেচনা করা হয়। মোট নম্বর ১০ করে বৃদ্ধি করা হয়। যেমন- ৫৫০,৫৬০,৫৭০।
জিম্যাট পরীক্ষার খরচ পরিষদের পদ্ধতি
রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ফরমটি ২৫০ ডলারের ব্যাংক ড্রাফটের সাথে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
Pearson-VUE
Attention, GMAT Programme
P.O Box-581907
Minneapolis, MN, 55458-1907, USA
অথবা
জিম্যাট ঢাকা সেন্টারের থেকে চেক সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে পাঠান যায়।
জিম্যাট ঢাকা সেন্টারের ঠিকানা
হাউস# ৮৩/বি রোড#
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
জিম্যাট পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন প্রয়োজনীয় বইঃ
·         অফিসিয়াল বুক ফর জিম্যাট রিভিউ ২০১৬।
·         ফ্রি জিম্যাট প্রেপ সফটওয়্যার।
·         জিম্যাট হ্যন্ড বুক।
·         কাপলান জিম্যাট মেথ ওয়ার্ক বুক।
·         সাইফুরস জিম্যাট সেনটেন্স কারেকসান।
·         সাইফুরস ক্রিটিকাল রিজনিং।
·         সাইফুরস রিডিং কম্প্রিহেনসান।
·         আই আর প্রেপ টুল।
·         প্রিন্সটন রিভিউ ক্রেকিং দ্যা জিম্যাট।
·         সাইফুরস জিম্যাট মেথ টেকনিক।

Post a Comment

0 Comments