STAY WITH US

হ্যাকিং থেকে মুক্তি পাবার সহজ উপায়



আমরা সবাই এখন কম বেসি অনলাইন নির্ভর হয়ে পড়েছি, সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চাই। যাতে করে বিনা অনুমতিতে অন্য কেউ আমাদের অ্যাকাউন্টে ঢুকতে অথবা হ্যাক করতে না পারে। তাই এসব অ্যাকাউন্টকে নিরাপদ রাখার কিছু সহজ কৌশল জেনে রাখা আমাদের জন্য অত্যান্ত জরুরি। চলুন যেনে নেই কি ভাবে আমাদের অ্যাকাউন্ট গুলো নিরাপদ রেখে হ্যাকিং থেকে মুক্তি পেতে পারি।

আমরা যারা কম্পিউটার বা মোবাইলে ফেসবুক, টুইটার, জি-মেইল, ইন্সটাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, তাদের প্রত্যেকেরি পাসওয়ার্ড শব্দটির সঙ্গে পরিচয় আছে। অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড দিতে হয়। আর এই পাসওয়ার্ড দেয়ার সময় প্রায় সকলেই আমরা একটি ভুল করে থাকি। তা হলো, আমরা আমাদের নিজেদের নাম, জন্ম সাল ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে নিশ্চিন্তে বসিয়ে দেই। আর এটাই কাল হয়ে দাঁড়ায় আমাদের জন্য। এসব ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করলে যেকোনো সময় সাইবার ক্রাইমের শিকার হওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায়। 
এর জন্যে আমাদের সকলের উচিত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং কিছু সতর্কতা অবলম্বন করা।
 পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু নিয়ম  

1.      পাসওয়ার্ডটিতে কমপক্ষে আট অক্ষর বা তার চেয়ে বেশি অক্ষর ব্যবহার করতে হবে।
2.      বড় ছোট অক্ষর, সংখ্যা, চিহ্নের সমন্বয়ে পাসওয়ার্ড করতে হবে।
3.      পাসওয়ার্ডে বিশেষ কিছু চিহ্নের ব্যবহার ঘটাতে হবে যেমন: /*#@+-% ইত্যাদি।  
4.      সম্ভব হলে প্রতিমাসে একবার করে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
5.      সম্ভব হলে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
6.      Two-factor authentication চালু করে রাখা।

পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে যা কখনোই করা উচিত নয় 
1.      নিজের নাম, জন্ম তারিখ অথবা ১২৩৪৫৬,৬৫৪৩২১, abcdef এসব ব্যবহার না করাই ভালো।
2.      পাসওয়ার্ডে নিজের ফোন নম্বর ব্যবহার না করা।
3.      খেয়াল রাখতে হবে নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড যেন কখনোই এক না হয়।
4.      কিছু কমন কোড যেমন Password, facebook,welcome,lock  ইত্যাদি ব্যবহার করা।
5.      ওয়েব ব্রাউজারের 'রিমেম্বার পাসওয়ার্ড' অপশনটি ব্যবহার না করা। 
6.      নিজের পাসওয়ার্ড অনলাইনে বা অন্য কোনভাবে কারো সঙ্গে শেয়ার না করা।

আরো কিছু টিপস

1.      যে কারো পাঠানো লিঙ্ক না দেখে না বুঝে কখনো ক্লিক না করা।
2.      ব্রাউজারে ট্রাস্টেড প্লাগইন ছাড়া অন্য কোনো প্লাগইন ব্যবহার না করা।
3.      অটোলাইক বা অটোফলোয়ার না নেয়া।
SignUp with facebook/google account এর মাধ্যমে পরিচিত  ও নির্ভরযোগ্য সাইট ছাড়া অচেনা ও আজেবাজে সাইটে  SignUp না করা।
এই বিষয়গুলো মেনে চললে অনেকাংশেই হ্যাকিং থেকে মুক্তি পাওয়া সম্ভব। 


Post a Comment

0 Comments