STAY WITH US

কি ভাবে জানবেন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে


BTCL এর তথ্য মতে একজন বাক্তির নামে সর্বচ্চ ২০টি পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে, তার বেশি সংখ্যক সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
আপনি জানেন কি? আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার করে আপনার অজান্তে কেউ বাড়তি সিম নিবন্ধন করেছে কি না! কিভাবে জানবেন? কোন অপারেটরের কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি অপারেটর।

আপনি চাইলে এসএমএস কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন আপনার আইডিতে কোন অপারেটরে কয়টি সিম নিবন্ধিত হয়েছে।

গ্রামীণফোন : info লিখে ৪৯৪৯ নম্বরে এসএমএস করুন।
বাংলালিংক : *১৬০০*২# নম্বরে ডায়াল করুন।
রবি : *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন।
এয়ারটেল : ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে।

সচেতন থাকুন, নিরাপদে থাকুন, অতিরিক্ত ঝামেলা এড়িয়ে চলুন এবং ভালো থাকুন।

Post a Comment

0 Comments