STAY WITH US

যে সকল শারীরিক সমস্যা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না

যে সকল শারীরিক সমস্যা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না 
যে সকল শারীরিক সমস্যা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না, যে সকল রোগ অথবা শারীরিক সমস্যা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না ,  বিদেশ যেতে স্বাস্থ্য পরিক্ষা, medical test for oversees
যে সকল শারীরিক সমস্যা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না 

আপনি যদি বিদেশ যেতে চান তবে মেডিকেল টেস্ট হচ্ছে বাধ্যতামূলক একটি পক্রিয়া। মেডিকেল টেস্ট করার প্রধান উদ্দেশ্য হচ্ছে , আপনি ফিজিকালি ফিট  কিনা এবং বিদেশ দেশে গিয়ে কোন রোগ ছড়ানোর সম্ভবনা আছে কিনা । ভিসা পাওয়ার জন্য প্রত্যেক দেশের দূতাবাস কর্তৃক নির্ধারিত কিছু মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট করতে হয়। কর্মী হিসেবে বিদেশে যেতে চাইলে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভিসা দেওয়া হয়। অনেকে ক্ষেত্রে ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।
জি সি সি অনুমোদিত মেডিকেল সেন্টার সমূহ
দেশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় বিভিন্ন বিষয় সামান্য পরিমাণে শিথিল করা হতে পারে, তবে কম বেশি  বিশের সকল দেশের স্বাস্থ্য পরীক্ষা কিছু বিষয় সমস্যা হিশেবে বিবেচিত হয়।
যে সকল শারীরিক সমস্যা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না
  • এইচ আই ভি
  • ভিডিআরএল (যে কোণ প্রকার সংক্রামক যৌনরোগ)
  • ক্যালসিফিকেশন
  • এইচএসবিএসজি
  • হেপাটাইটিস – এ, বি, সি।
  • টিউবারকিউলোসিস (যক্ষ্মা রোগী ),
  • ম্যালেরিয়া
  • লেপ্রোসি
  • গর্ভবতী মহিলা

উপরের সমস্যাগুলো ছাড়াও আর যে সকল শারীরিক সমস্যা আপনার বিদেশ যাওয়ার পথে বাধা সৃষ্টি করে তা হল :
  • এক/দুই চোখ অন্ধ
  • ট্যারা
  • চশমা ব্যবহার করেও ৬/৬ আনা যায় না এমন
  • টসেস
  • শ্বেত রোগ
  • একজিমা
  • শরীরের যে কোন অংশ বিকলাঙ্গ
  • আঙ্গুলের ১ করের বেশী কাটা
  • শরীরের কোন অংশ খুব বেশী পুড়ে শ্রী হারা
  • হাড় ভাঙ্গা


তথ্যসূত্র ইন্টারনেট



Post a Comment

0 Comments